“ভবিতব্য”- সমরজিৎ সিংহ’র কবিতা

0
279
সমরজিৎ সিংহ এনকে

ভবিতব্য
সমরজিৎ সিংহ

এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছিল এক নির্জন কবরে ।
ফুল নয়, তিনি ঐ কবরে রেখেছেন
সদ্য প্রকাশিত কবিতার এক বই ।

মলাটহীন সে বই কার, ইচ্ছে ছিল, তা জানার ।
সন্ন্যাসীর পূর্বাশ্রম জানতে বারণ ।
ফলে, তাকে বলি, কবরে শায়িত যিনি
তার নাম বলা যাবে ? তিনি কি পাঠক ?

এই প্রথম কাঁদতে দেখি সন্ন্যাসীকে । বললেন,
তার জন্য ঘর ছেড়ে এসেছিলাম একদা । আজ
তিনি নেই, তার কবিতার বই বেরিয়েছে ।

তারপর আর কথা নেই । কবরের চারদিকে
এক আশ্চর্য স্তব্ধতা । আমরা দুজন ।
সামনে ঐ কবিতার বই । যার বই তিনি কবরে শায়িত ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“অধুরা প্রেম”-শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়ালের কবিতা
পরবর্তী নিবন্ধ“অথচ”- মোর্শেদ লিখনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে