ছড়া : ভালো থেকো
ছড়াকার : কামাল খাঁ
আরো ক’টা দিন তুমি সাবধানে থাকিও,
করোনার শেষ ঝড় দিতে পারে ঝাঁকিও!
হাত ধোও মাস্ক পরো আজেবাজে খেয়ো না,
প্রয়োজনে বে’র হও বিনা কাজে যে’য়ো না।
সবখানে সবকাজে সাবধানে থাকিও,
মাস্ক পরে নাকসহ মুখটাকে ঢাকিও।
আপডেট তথ্যটা খোঁজ নিয়ে জানিও,
সত্যটা মনেরেখে যথাযথ মানিও।
অসত্য বাজে কথা ? দূরে তারে ঠেলিও,
থুতু-কফ-টিস্যুগুলো দূরত্বে ফেলিও।
সমস্যা কিছু হলে ডাক্তার ধরিও,
ভালো লেখা হাতে পেলে মন দিয়ে পড়িও।
পানি আর চা-টা চালু নিয়মিত রাখিও,
মাঝে মাঝে স্যানিটাইজার হাতে মাখিও।
ভীড় থেকে দূরে থে’কো ফাঁকা সিটে চড়িও,
ছোঁয়াছুঁয়ি বেশি হলে গ্লাভস পরে ধরিও।
বাড়ি এসে ভালোকরে গার্গেল করিও,
নিরাপদে ভালো থেকো আল্লাহ’কে স্মরিও।
Advertisement