ভুলের ঐশ্বর্য -কবি রুমি চৌধুরী‘এর কবিতা

0
521
Rumi Chowdhury

ভুলের ঐশ্বর্য

কবি রুমি চৌধুরী

ভুলের ঐশ্বর্য গড়ে গ্লানির পাহাড়
বন্ধ মনের কপাট আড়ষ্ট লজ্জায়
মগজের মানচিত্রে মন্বন্তরের দাগ
গোপন সুরঙ্গ পেয়ে বয়েসী ঘুণপোকা
নিশ্চিন্তে বাস করে বুকের তোরঙ্গে।
ঝুরঝুর ঝরে যায় হৃদয়ের ছাদ
ক্রমেক্রমে খসে পড়ে পলেস্তারা
বাতাসে ছড়িয়ে থাকা সেসব কুচি
যেন জীবন সাঙ্গ করা একেকটি লাশ!
যেন নিঃশব্দে বলে চলে বোবা ইতিহাস।

Advertisement
উৎসRumi Chowdhury
পূর্ববর্তী নিবন্ধনিন্দুকদের পেন্নাম করি –খন্দকার মাহবুবুর রহমান এর সমকালীন ছড়া
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জন্মদিনে নাটোর কন্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে