ভ্যান হারানো অসহায় চালকের পাশে উপজেলা চেয়ারম্যান গকুল

0
213

ভ্যান হারানো অসহায় চালকের পাশে উপজেলা চেয়ারম্যান গকুল

বাগাতিপাড়া (নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া নেংটিপাড়া গ্রামের ভ্যান চালক রাকিবুল ইসলাম দিন এনে দিন খান। ভ্যান চালিয়ে সংসার চালান। কিন্তু উপার্জনের একমাত্র সম্বল ভ্যান গাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েন রাকিবুল। কান্নায় ভেঙ্গে পড়া সেই অসহায় ভ্যানচালকের পাশে সাহায্যর হাত বাড়ালেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।নতুন ভ্যান গাড়ি কেনার অর্থ তুলে দিলেন তিনি।

ভ্যান চালক রাকিবুল ইসলাম উপজেলার মাড়িয়া নেংটিপাড়া গ্রামের রজব মোল্লার ছেলে।

রাকিবুল’র মাতা তাসলিমা বেগম জানান, তার এক খালা সহ ৯ সদস্যের তাদের। পরিবারের তার বড় ছেলে ঢাকায় থাকেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রাকিবুল। একটি চার্জার ভ্যানের উপার্জনেই চলে তার পুরো সংসার। করোনা সংকটের মধ্যেও কারও কাছে সাহায্যের জন্য হাত পাতেননি জীবনযুদ্ধে হার না মানা সংগ্রামী এই মানুষটি। তিনি জানান,
গত ৭ অক্টোবর উপজেলা পরিষদ সংলগ্ন সমাজসেবা অফিসে খালা বেগু বেগম কে রাখতে যান রাকিবুল। বাইরে ভ্যান রেখে অফিসে খালাকে পৌঁছে দিতে যান। পরে বাইরে এসে দেখেন তার ভ্যানগাড়িটি চুরি হয়ে গেছে। আর খুঁজে পাননি। উপার্জনের একমাত্র সম্বলটি হারিয়ে রাস্তার মাঝে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
বিষয়টি তার এলাকার রেজাউল আলীর নজরে এলে তিনি উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলকে জানান। চেয়ারম্যান অসহায় রাকিবুল ইসলাম এর কথা শুনেন এবং তাকে সহায়তার আশ্বাস দেন। অবশেষে ২২ অক্টোবর উপজেলা পরিষদ কার্যালয় এর তহবিল থেকে নগদ ১০ হাজার টাকার একটি চেক তার হাতে তুলে দেন। এনিয়ে উপজেলা চেয়ারম্যান এর ব্যক্তিগত ফেসবুক আইডি হতে একটি স্ট্যাটাসও দেন। এই স্ট্যাটাসে তিনি বলেন ভ্যানচুরি হওয়া অসহায় রাকিবুলের পরিবারের পাশে অর্থ সহায়তায় উপজেলা পরিষদ।
তিনি আরও বলেন,ভ্যান চালিয়ে জীবন সংগ্রামে টিকে থাকা মানুষটির ভ্যান গাড়িটি চুরি হয়ে যাওয়ায় তার শ্রমকে সম্মান জানিয়ে তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। বিগত দিনেও এ এরকম সাহায্য উপজেলা পরিষদ হতে দেওয়া হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচল আরেকটি বার প্রেমে পড়ি -কবি নন্দিনী সোমা মুৎসুদ্দী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধপাঁচু কাকার পুজো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে