মানুষের কষ্ট দেখলে ঘরে থাকতে পারিনা -পলক

0
227
Polok

নাটোরকন্ঠ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মানুষের কষ্টের কথা শুনলে ঘরে থাকতে পারিনা। আমার নিজের বিবেক তা শেখায় না। আপনারা হতাশ হবেন না। মনোবল হারাবেন না। আল্লাহর রহমতে আমরা সকল বিপদ কেটে উঠবো, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আপনাদের কাছে যে ওয়াদা করেছি তা পালনের চেষ্টা করি, করবো। আমৃত্যু আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। বিগত দিনে ২৭ টি আশ্রয় কেন্দ্রে ৫ হাজার মানুষকে আমরা খাবার দিয়েছি।

করোনা ভাইরাস এর দুর্যোগে ও আমরা ঘরে বসে নাই। অসহায় মানুষের চাহিদা পুরনে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিমন্ত্রী আরো বলেন, চলনবিলের মানুষ শ্রমজীবী মানুষ। তারা পরিশ্রম করে। এবছর শস্য ভান্ডার মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে ৬০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন হয়েছে। কৃষকরা ধানের দাম পেয়েছে। কিন্তু দুর্যোগ আমাদের পিছু ছাড়ছে না। সিংড়া উপজেলাকে উন্নত, আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষে কাজ করছি।

বিগত দিনে উন্নয়ন হয়নি। আমরা ১১ বছরে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছি। তিনি আরো বলেন, বৈশ্বিক মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যজীবিদের তালিকা করে তাদের কে আমরা সরকারের অনুদান পৌছে দিবো।

শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রী নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের বন্যা কবলিত এলাকার মানুষদের মাঝে ত্রান বিতরন কালে উপরোক্ত কথা গুলো বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রউফ বাদশার সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি শামিম হোসেন বাদশার পরিচালনায় ত্রান বিতরন সভায় বক্তব্য রাখেন ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ। পরে প্রতিমন্ত্রী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকুরবানি ঈদ কে সামনে রেখে ব্যস্তময় এখন নলডাঙ্গার কামার পল্লীগুলো
পরবর্তী নিবন্ধনাটোরে আজ খাদ্য কর্মকর্তা ব্যাংকার ডাক্তার সহ ১৩ জন আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে