মানুষ নই -কবি বনশ্রী বড়ুয়া’এর কবিতা

0
323
শ্রী. বড়ুয়া বনশ্রী

মানুষ নই

কবি বনশ্রী বড়ুয়া

আমাকে নত হতে শেখানো হয়েছিল,
নত হতে হতে নুয়ে পড়ি মাটিতে।
নুয়ে যায় বিবেক,
নুয়ে যায় প্রতিবাদের স্বর,
কণ্ঠনালী চেপে ধরে প্রকাশ্যে চলে
ব্যভিচার…ধর্ষণ…হত্যাযজ্ঞ।

রোজ রোজ আমাকে খুন করা হয়,
রক্ত ঝরে রাজপথে দিবালোকে।
রোজ রোজ আমি ধর্ষিত হই,
খামচে ধরে থাই,উরু নতুবা স্তন….
টেকনাফ থেকে তেতুলিয়ায় জমা পড়ে ক্ষত আর ক্ষত,
তারপরও আমি নুয়েই থাকি।

আমাকে আরো নত হতে বলা হলো,
অতঃপর আমি কাদামাটি ছুঁই
ছুঁই বালুকণা….
ব্রহ্মাণ্ডের বালুকণা থেকে অনুকণা
সকলে জানুক আমি নারী..আমি দেহ.. আমি মাংস।
আমি মানুষ নই।

শ্রী…

Advertisement
উৎসশ্রী. বড়ুয়া বনশ্রী
পূর্ববর্তী নিবন্ধজীবন অভিযানের গান -কবি রাজিব এক্কা রাজ‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশুধুই অপেক্ষা -কবি কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে