মেঘের ওলান ফুলে বৃষ্টি হয়ে ঝরে -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

0
433
Nasima Akter Mukta Mukta

মেঘের ওলান ফুলে বৃষ্টি হয়ে ঝরে

কবি নাসিমা হক মুক্তা

সন্ধ্যার শানকিতে মেঘের বোল খেলে
ঘনঘন কালিবর্ণের মূর্ছনায়
ঝাঁক ঝাঁক পাখির ইস্তাফা ঘরে ফিরে আনন্দে
বনপাংশুল সবুজ অলিন্দে
রাত্রির বুকে সেতার শ্লোকে ব্যাঙ ডাকে গাঙের ভাঁটায়

আকাশের ডালে গাঙচিলের বিজন সুর
শিশিরের মতো ঝরে পড়ে দূর্বাঘাসে
মেঘের ওলান ফুলে বৃষ্টি হয়ে
জলের ডাহুক শতজল ঝর্ণার পদাবলী
পাহাড়ের চূড়া থেকে গুণগুণে রস ঢালে
নদীর চিতলের ডানায়
যা বৃক্ষের গুড়ায় বনতুলসীর চিরল পাতা হাসে।

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধকবি গোলাম কবির‘এর একগুচ্ছ কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে