মেঘের সন্ত্রাস -কবি গোলাম কবির‘এর কবিতা

0
238
Golam Kabir

মেঘের সন্ত্রাস

কবি গোলাম কবির

চৈত্রের দিন শেষে হঠাৎ মেঘের সন্ত্রাসে
কার ইশারায় খেলাঘর ভেঙে দিয়ে
উড়ে গেল ভালবাসার একলা পাখি।
সেদিন থেকেই বিশাল শূন্যতায়
অসমাপ্ত ইজেলের বুকে বসে আছে
ঢাউস ছবি এক নরমুণ্ডের মালা গলায়
কাপালিক! তখনো অমোঘ শিল্পের টানে
অক্ষম বাসনার জ্বালা নিয়ে অতৃপ্ত
চিত্রকরের গন্ডদ্বয় বেয়ে
ঝরছে তপ্ত নুনের নদী!
অথচ একদিন সবই তার আঁকা
সহজ ছিলো জাদুকরী তুলির আঁচড়ে বোনা
শিল্পের কারুকাজে, প্রাচীন কোনো সভ্যতার
অদেখা দৃশ্যাবলী থেকে শুরু করে
সুলতান মাহমুদের পৌরুষদীপ্ত চিত্তে
ঘোড়ায় চড়ে বসার
অলৌকিক মূহুর্তের টানটান দৃশ্যকাব্য,
কোনো প্রেমিক হৃদয়ের দগ্ধীভূত আত্মা,
সক্রেটিসের দ্বিধাহীন হেমলক পানের দৃশ্য,
এমন কি কোনো এক ভীষণ রক্তাক্ত দ্রোহের ইতিহাস!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধধর্ম -কবি শাহিনা খাতুন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধএক টুকরো -কবি আজাদুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে