ছড়া : যদি আমি ফুটবল খেলতামপ্রদ্বিতীয় ছড়াকার : কামাল খাঁ
ফুটবল কোনদিন খেলিনি
ডানপায়ে বল আমি ঠেলিনি
কাউকেও ধাক্কিয়ে ফেলিনি
চোট খেয়ে একদিনও হেলিনি।
জোরে বল কোনদিন মারিনি
কারু বল পা থেকে কাড়িনি
কোনকালে বল খেলে হারিনি
তাই যাদু দেখাতেও পারিনি।
যদি আমি ফুটবল খেলতাম
হয়তোবা নাম করে ফেলতাম
খুব জোরে বলটাকে ঠেলতাম
গোল করে রুমালটা মেলতাম।
ফটাফট গোল শুধু করতাম
টফি দিয়ে ঘর আমি ভরতাম
মনদিয়ে মাঠে খুব লড়তাম
নামি-দামি ক্যারিয়ার গড়তাম।
ফুটবল খেলা শুধু দেখতাম
আর মনে কত কথা লেখতাম
ফুটবল যদি আমি খেলতাম
ঠিক আমি নাম করে ফেলতাম।
Advertisement