যেখানে থেমে গেছিলাম
কবি চন্দনা রায় চক্রবর্তী
যেখানে থেমে গেছিলাম,
সেখান থেকেই বলা শুরু করলাম।
খাঁচার দরজা অনেক আগেই খুলে দিয়েছি।
বিয়োগ আঁকা দরজায় বিপ্লবের লাল পতাকা।
জীবনের গতিক তবু হাওয়া বিহীন।
অঙ্ককষা বিকেল গুলো শ্রাবণের ধারায় টুপটাপ।
উত্তর না মেলা শব্দছকে সুদকষা অভিমান।
ভাঙা বিকেল, উড়োচিঠি, হলুদ বসন্ত আর
ট্রামলাইনে নীল মৃত্যু আজও একলা
ভীষণ রকম একলা।
Advertisement