রিচিতো ধানসিড়ি -টি এম মিলজার হোসেন‘এর কবিতা

0
40

রিচিতো ধানসিড়ি

টি এম মিলজার হোসেন

এ ব্রহ্মাণ্ডে মনুষ্য প্রাণীর রাজ্যে
মানুষ নিশ্চিত নিষ্ঠুর নির্বাসিত,
থাকছেই হয়তো বিশাল মুক্ত আকাশ!
সেও দূষিত বিষেই বিষাক্ত জানাই বাহুল্য,
সুপ্রানের?
নিপাট একা নরকলোক বাস এ ব্রহ্মাণ্ডে,
মানুষের ন্যূনতম মূল্যে অনর্থক চেষ্টা,
চেষ্টার জন্যই নয় চেষ্টা,
মানুষ মূলত ফেঁসে গেছে মনুষ্য প্রাণীর হিংস্রতায়,
স্বস্তির চেষ্টা নয়, এ বাচাঁর চেষ্টা নয়,
মানুষের এ যেন মুক্তির চেষ্টা।

এরই মাঝে
ধুলোর পৃথিবীতে তোমায় স্বাগতম,
আগমনে অনর্থক কিন্তু নিশ্চিত লড়াইয়ের পরেও,
জীবন হোক সুন্দর ও মানুষের,
এতো কিছুর পরেও
ভালো থাকা হয় যেন,
ভালো থেকো ভালো রেখো।
পৃথিবীর সকল প্রাণীই সুখীই নাহয় হোক,
তৃপ্ত হোক
রচিত শান্তি রিচিতো ধানসিড়িরও হোক।

Advertisement
উৎসTM Miljar Hossain
পূর্ববর্তী নিবন্ধলালপুরে মাইক্রো বাস চাপায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নি.হ.ত
পরবর্তী নিবন্ধজনদুর্ভোগ লাঘব করা হবে -ইউএনও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে