লাগোয়া শিমের মাচা -কবি আসাদজামান‘এর কবিতা

0
373
Md Asaduzzaman

লাগোয়া শিমের মাচা

কবি আসাদজামান

নাটোর আমার জেলা শহর
বড়াইগ্রাম থানা
জেলা হতে পূবে যাবেন
অন্যদিকে ঘুরতে মানা।
এখানটাতেই থানার সকল
চলে কার্যক্রম
থানার চেয়ে বেশি সদর
বনপাড়া তার নাম।
বনপাড়া হতে পিচঢালা পথ
পেরুলে মহিশভাঙ্গা
রূপসী বাংলার চিরায়ত গ্রাম
আলোর রঙে রাঙা।
হরিৎ সবুজ গাছগাছালি
চিনিডাঙা বিল
ইতিহাসে পাওয়া যায়
গ্রাম তিরাইল।
তারও আবার পূর্ব পশ্চিম
জাতভেদে নানা পাড়া
অজ পাড়া গাঁয়ে জন্ম আমার
সাথে, শত সাধকেরা।
কৃষক কামার মুটে ও মুজুর
হাসিখুশি একসাথে
রাত পোহালেই মুখ দেখাদেখি
ভাই বলে স’বে ডাকে।
আমার গাঁয়ে দারুণ! ঐক্য
বিপদে সবাই সবার
না দেখলে যাবেনাকো বুঝা
কি আজব কারবার!
রাস্তার ধারে চাঁপা কলা গাছ
লাগোয়া শিমের মাচা
কোনমতে খেয়ে সবজি ও ডিম
আমাদের বেঁচে থাকা।
এইতো সেদিন পার হলো দিন
আঙুলের কর গুনে
তীব্র গরমে আম্র বাগানে
সঙ্গীতমালা শুনে।
বিনোদন ছিল রেডিও চ্যানেলে
আর সাদা কালো টিভি
আট-দশ খানা পোলাপান ছিলো
পাঁচ ছয়জন বিবি।
গাছ থেকে ঝাঁপ, নয় কোন পাপ
ভরা কোনো নদী জলে
দিনে চারবার হতো সে গোসল
ছলে বলে কৌশলে।
তীব্র শাসন, লুকোচুরি মন
আগেও ছিলো ঢের
হারিয়ে সেদিন ধীরে ধীরে সব
এখন পাচ্ছি টের।
নদী খালবিল বুনো গাঙচিল
পানকৌড়ির ডুব
ছোট ছোট মাছ,ধরে কানাবক
প্রকৃতিও নিশ্চুপ।
আমার সে গাঁ,রাতে খালি গা
উঠোনের মাঝে ঘুম
পাড়া পাড়া ঘুরে একই দৃশ্য
নাক ডাকার ধুম।
কতশত স্মৃতি,আনন্দ ভীতি
হাসি খিলখিল
ভালো করে যদি খুঁজে দেখো তুমি
পাবে নাম তিরাইল।

২৮.০৭.২০২০

Advertisement
উৎসMd Asaduzzaman
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় নন এমপিও কারিগরি ও মাদরাসা শিক্ষকরা পেলেন প্রণোদনার চেক
পরবর্তী নিবন্ধনাটোর শহরের বড়গাছা এলাকা থেকে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে