লালনের ছায়ায় বসে
বিপুল অধিকারী
কে যে জানে পরপারে কী ঘটনা
কোন্ নদী হয় পুলসিরাত তাই মন জানে না!
কোন্ গাছে কী ফল যে ফলে কী দেয় বাস্না,
কেউ জানেনা–সেই গহিনের জাগায় ভাব্না।
অন্ধকারে থাকে ছেয়ে মাটির কবর,
কোন্ সে আলোয় ভরে তার ক্ষণ, কোন্ যাতনায়!
কী হাওয়া এক খেলে তার সে দেহগেহে,
মন জানে না–হায়রে, এ যে কি মন্ত্রণা!
শূন্য থেকে শূন্যে গমন–এই যে পথের
পরিভ্রমন–লক্ষ্য যোনি ভেদি ভ্রূণের
কে করেছে নির্মাণ তা-ই খুঁজে চলে
তার ঠিকানা–মন সহে না, সে বোঝে না!
—
১০ জুলাই ২০২০
ঢাকা
Advertisement