লালপুরে মাইক্রো বাস চাপায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নি.হ.ত

0
139

ফজলুর রহমান, লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ইমা খাতুন (৭) নামে এক শিশু শিক্ষার্থী মাইক্রো চাপায় নিহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত ইমা উপজেলার ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, “স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে ঈশ্বরদী থেকে লালপুর গামী একটি মাইক্রোবাস এক শিশু শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী মারা যায়। এঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের আর্থিক অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধরিচিতো ধানসিড়ি -টি এম মিলজার হোসেন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে