সঞ্চালন
কবি আজাদুর রহমান
সবটুকু দুঃখ নয়, কিছু ব্যার্থতা
আর কিছু কালিমা
ব্যথা ভরা প্রান,
অপমান সয়ে সয়ে থমকে থাকা
কিছু অভিমান।
সবটুকু দুঃখ নয়, কিছু ক্ষমা
আর কিছু নিয়তি
নিস্ফল আসা যাওয়া,
হাত পেতে পেতে শেষমেশ
কিছু না পাওয়া।
সবটুকু দুঃখ নয়, কিছু বন্ধুর পথ
আর কিছু শত্রুতা
ভুলের পরে আরেক ভুল,
ভালবেসে ক্লান্ত বারবার
নদী হারা কুল।
Advertisement