সত্যের নুন – আজাদুর রহমান এর কবিতা

0
355
আজাদুর রহমান

সত্যের নুন

আজাদুর রহমান

সব উপপাদ্য পিথাগোরাসের নয়,
‘আমার জীবন’-এই কথাটি
যার যার, তার তার।
ঘুমন্ত জ্যামিতির মনের ভিতর যে স্বপ্ন,
সেটা কেবলই তার একার।

চোখের সামনে এই যে পৃথিবী
যা নিয়ে সকলে হাঁউকাঁউ করছে,
এর বাইরেও তোমার
নিজের একটা পৃথিবী আছে!

সেলফির আড়ালে সত্যের নুন,
দ্যাখো,

হাসি মুখে তবুও সকলে বলছে,
-আমি কলা খাইনি,
বিশ্বাস করুন-
আমি কলা খাই নি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বিএনপি প্রার্থীর হুমকি, প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়া তমালতলায় নৈশপ্রহরীদের বেঁধে ১০ দোকানে দুর্ধর্ষ ডাকাতি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে