সময়ই তো বটে…. -কবি গৌতম চট্টোপাধ্যায়‘এর কবিতা

0
702
Goutam Chattopadhyay

সময়ই তো বটে….

কবি গৌতম চট্টোপাধ্যায়

সময়ই তো বটে……,
বয়ে যাবে, সয়ে যাবে,পার হবে ঠিক,
রাস্তা কঠিন, ঘড়ি চলে টিক টিক,
ধূসর বালি’তে রোদ, দেখো চিকচিক,
রক্তিম গোড়ালি তবু হেসো ঝিকমিক।
সময়ই তো বটে……
বয়ে যাবে,পারাপার হবে দুর্দিন,
ঘরে ফেরো, চুকাতে মাটির সে ঋণ,
বুকের ভেতরে ব্যথা করে চিনমিন,
মায়ের চোখের জল বড় অমলিন।
সময়ই তো বটে…….
অলিগলি,ঝোপঝাড় ভেসে যায় দেখো,
গাছের পাতায় তুমি ইতিহাস লেখো,
ঘামের নোনতা স্বাদ জিভে ছুঁয়ে রেখো,
শক্ত চোয়াল-দাঁতে দাঁত কষে রেখো।
সময়ই তো বটে…
অলক্ষ্যে পাথর ভাঙো, ভাঙো কিছু দুঃখ,
হোক না ঝাঁকড়া চুল আরো কিছু রুক্ষ,
সুখ! তুমি খুব জানো অতি বড় সুক্ষ্ম,
মরা? সে তো গৌণ, বাঁচাটা’ই মুখ্য।
সময়ই তো বটে……..
শাঁখা ভাঙা এ রাত বড় দুঃসহ,
সলতে’য় জমা শেষ আলোটুকু,মোহ
ছেড়ে দিতে ভয় হয় যা ভয়াবহ,
লড়ে যাও,লড়ে যাও তবু অহরহ।

Advertisement
উৎসGoutam Chattopadhyay
পূর্ববর্তী নিবন্ধভাটির দেশ -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী এটিএম জালাল আর নেই

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে