সাধারন একটি রচনা || ওয়াহিদ জালালের কবিতা

0
282
ওয়াহিদ জালাল এনকে

সাধারন একটি রচনা || ওয়াহিদ জালাল

ভিতরের সময় জগতের কেউ জানেনা
নিজস্ব ভাববিত্তে আবর্তিত আঁধার তার কৃষ্ণ,
সাথে আছে যত বিনিময়
বুকের মাঝখানে ক্ষয়,
আলোর স্পর্শে মধুময় এক বেদনা
পরস্পরের গলা ধরে নিজেরাই ধন্য।

মাটির বাসনে বাতাস সুন্দর আমনের পাতায়
ইচ্ছে বেফানা হয় সেই সময়ের ভিতর,
আজ কেউ চোখে দেখিনা
মধুর বসন্ত কিংবা দখিনা,
দিন ফুরিয়ে যায় শাকের লতায়
কেউ ফানা কেউবা উল্লাসে নিথর।

তোমাকে আর কি করে বোঝাবো ওয়াহিদ,
মনে রেখো,
যে হাত আপনজনেরা ছেড়ে যায় দূরে
সেই হাতটি বেগানা মানুষ এসে ধরে।


৩০.০১.২০২০
রেইনহিল, ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মদিন, প্রিয়তম কবি জীবনানন্দ দাশ।
পরবর্তী নিবন্ধসময় শেষের বাঁশি/ কাজী আতীকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে