সাহেবগঞ্জ-বাগদাফার্মে সাওতাল হত্যার বিচার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত

0
251

নাটোরকন্ঠ :

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদা ফার্ম সাঁওতাল হত্যাকান্ডের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে নাটোরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। শুক্রবার সকাল ১০ টায় সংগঠনটির নাটোর জেলা শাখা ও নাটোর সদর উপজেলা শাখার যৌথ আয়োজনে শহরের কানাইখালি পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা কমিটির উপদেষ্টা ভাস্কর বাগচী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটি সভাপতি প্রদীপ লাকড়ী, যুগ্ম সম্পাদক যাদু কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, সহসভাপতি শংকর বাগদী, নাটোর সদর উপজেলা সভাপতি বাবুল পাহান, সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী প্রমুখ।

এসময় বক্তারা সাহেবগঞ্জ-বাগদাফর্মের সাওতাল হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার এবং সাঁওতালদের কাছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে নিজ হাত কেটে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে অপরকে ফাঁসানোর চেষ্টা
পরবর্তী নিবন্ধহিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে নাটোরে বাংলাদেশ জাতীয় হিন্দু , যুব ও ছাত্র মহাজোটের মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে