সিংড়ায় দরিদ্র অসুস্থ ভ্যান চালক বিটলকে বাঁচাতে সাহায্যের আবেদন
স্থাপনদিঘীর মৎসজীবী পাড়ার শ্রী বিটল কুমার হালদার হতদরিদ্র ভ্যানচালক। সে দিন আনে দিন খায়। বিটল তার পেটের সনস্যা নিয়ে নাটোর, বগুড়া এবং রাজশাহীতে চিকিৎসা করাতে গিয়ে তার শেষ সম্বল ভ্যানগাড়িটিও বিক্রি করে ফেলেছে।
গত ২১/৯/২০২০ তারিখে রাজশাহীর অধ্যাপক ডাঃ মোঃ মহিবুল হাসানকে দেখালে ডাক্তার সাহেব বিটলকে জরুরি ভিত্তিতে তার পিত্তথলির পাথর ও আরও একটি অপারেশন করতে বলেন, অপারেশন খরচ হবে ৭০০০০ সত্তর হাজার টাকা। কিন্তু এই মুহুর্তে দরিদ্র বিটলের কাছে অপারেশন করার মতো কোন টাকা নাই, তার অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, ডাক্তার বলেছে তিন-চার দিনের মধ্যে অপারেশন করতে হবে। তাই আগামীকাল বিটলকে রাজশাহীর একটা ক্লিনিকে ভর্তি করানো হবে।
এমতাবস্তায়, বিটলের অপারেশন করার জন্য আপনাদের সকলের কাছে বিটল সাহায্যের আবেদন করেছে..
আপনাদের একটু সাহায্য বিটলকে আবারও তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে।
আপনারা যারা বিটলকে নগদ অর্থ সাহায্য করতে চান তারা বিটলের নিজস্ব বিকাশ নাম্বারে সাহায্য করতে পারেন, বিটলের মোবাইল নং ০১৭২৯১৭৩৮১৮ বিকাশ (পারসোনাল)।