সিংড়া তাজপুর ইউপি নিয়ে সংবাদে টনক নড়লো প্রশাসনের, একযুগ পর নতুন ভবনে কার্যক্রম

0
323

সিংড়া তাজপুর ইউপি নিয়ে সংবাদে টনক নড়লো প্রশাসনের, একযুগ পর নতুন ভবনে কার্যক্রম

নাটোর কণ্ঠ:
উদ্বোধনের ১ যুগ পার হলেও কোটি টাকা ব্যয়ে নির্মিত সিংড়ার তাজপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স কার্যক্রম শুরু হয়নি। এমন সংবাদ নাটোর কণ্ঠ সহ বেশ কয়েকটি পত্রিকায় বেশ কয়েকদিন ধরেই প্রচারিত হয়েছিল। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়েছে। অবশেষে টনক নড়েছে প্রশাসনের। দৃষ্টিগোচর হয় সিংড়ার এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তার নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার নাসরিন এর পদক্ষেপে অবশেষে প্রান পেলো তাজপুর ইউনিয়ন পরিষদ।

এদিকে জনগনের প্রত্যাশিত দাবির প্রতি সমর্থন জানিয়ে নতুন ভবনে স্ব অবস্থানে সকল দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার। এতে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য : ১৯৯৯ সালের ১০ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়া পৌরসভা ঘোষনার পরে সিংড়া ইউনিয়ন বিলুপ্তি ঘটে এবং তাজপুর ইউনিয়নের সুচনা হয়। ২০০৭ সালে হাট তাজপুরে ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মিত হলেও সিংড়া পৌরসভার ( সাবেক সিংড়া ইউনিয়ন ভবন) মধ্যই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার নাসরিন এর পদক্ষেপে তাজপুর ইউনিয়ন পরিষদের নবযাত্রার সুচনা হলো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে উপজেলা প্রশাসন-প্রকৌশলী সমন্বয়হীনতায় উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত
পরবর্তী নিবন্ধসিংড়ায় চুক্তিপত্র ভঙ্গ করে দোকান ঘরে মার্কেট মালিকের হামলা ও ভাংচুর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে