প্রিয় সিংড়াবাসী,
অাসসালামু অালাইকুম,
অাপনারা নিশ্চয়ই অবগত অাছেন যে, মহামারি করোনাভাইরাসে বিশ্ব অাজ অাক্রান্ত। বিশ্বে এ পর্যন্ত ৩০ লাখের ওপরে করোনায় অাক্রান্ত এবং ২ লাখের অধিক মানুষ মারা গেছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অাক্রান্ত ৬ হাজার ছেড়েছে, মৃত ১৫৫ জন। প্রতিদিনই অাক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।
নাটোর জেলা করোনামুক্ত ছিলো, কিন্তু অাজ জানা গেল জেলায় ৮ জন অাক্রান্ত। তারমধ্যে অামাদের সিংড়া পৌরসভাতেই ৫ জন। এ খবর অামাদের মর্মাহত করেছে। এখন বিষয় হচ্ছে যারা অাক্রান্ত হয়েছে তাদের মানসিকভাবে সাহস দিতে হবে, ধিক্কার বা অবহেলা করা যাবে না কারণ এটা একটা রোগ, সবারই হতে পারে। আমার বা আপনারও হতে পারে। তাই আসুন সবাই সতর্ক হই। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের না হই। প্রশাসনকে সহযোগিতা করি।
বাড়িতেই থাকি, সুস্থ থাকি।
এখন পবিত্র রমজান মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। অাসুন সবাই রমজানের রোজা পালন করি এবং প্রভুর কাছে করোনা সহ যাবতীয় মহামারি থেকে পানাহ চাই। অাল্লাহ যেন করোনামুক্ত পৃথিবী দান করেন।
অাল্লাহ ভরসা।
মো. অাবু জাফর সিদ্দিকী
অনার্স ৩য় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
সিংড়া গোল-ই অাফরোজ সরকারি কলেজ, নাটোর।
ফাযিল শেষ বর্ষ, অাল-জামহুরিয়া কামিল মাদরাসা, নাটোর।