সিংড়ার জামতলী-বামিহাল খালে অবৈধ সৌঁতিজালে মা মাছ নিধন! হুমকিতে ধানের আবাদ

0
385

সিংড়ার জামতলী-বামিহাল খালে অবৈধ সৌঁতিজালে
মা মাছ নিধন! হুমকির মুখে আমন ধানের আবাদ

নাটোরের সিংড়া উপজেলার জামতলী-বামিহাল-দূর্গাপুর খাল দখল করে প্রকাশ্যে এলাকার কতিপয় কিছু অসাধু লোক পানির প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ সৌঁতিজাল দিয়ে অবাধে মাছ শিকার করছে। এসব সৌঁতিজালের ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোন মাছই।

স্থানীয়দের অভিযোগ, জামতলী থেকে রানীরহাট একমাত্র খাল পানি প্রবাহের অথচ বিনগ্রাম,দূর্গাপুরে কয়েকটি ব্রিজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাঁশের বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে মাছ ধরছেন। এতে এই এলাকার হাজার হাজার হেক্টর আবাদী কৃষি জমির ফসল নষ্ট হবার আশঙ্কা করছে এলাকাবাসি।
দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ আশা করছেন ওই এলাকার কৃষকবৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বন্টন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে