সিংড়ায় ফ্রান্স পণ্য বর্জনের ঘোষনা দিলেন তৌহিদী জনতা
,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
ফ্রান্সে মহানবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ৭১ টিভিতে ইসলামী বিরোধী কুটুক্তির প্রতিবাদে ফ্রান্স সরকারের সকল পণ্য বর্জনের ঘোষনা দিলেন নবী প্রেমী তৌহিদী জনতা। বৃহষ্পতিবার সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও রসুল প্রেমিক তৌহিদিী জনতার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় মসজিদ চত্বরে অনষ্ঠিত ফ্রান্স বিরোধী প্রতিবাদ সভায় বক্তারা এই ঘোষনা দেন। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মজিবুর রহমান বলেন,যে দেশে মুসলমানের সংখ্যা বেশি সে দেশে প্রশাসনের অনুমতির কোন প্রয়োজন নাই।
যারা সংখ্যা লগিষ্ঠ তারা প্রশাসনের অনুমতি নিবেন। আমরা মুসলমানরা এই দেশে বিক্ষোভ করবো মিছিল করবো আমাদের কোন অনুমতি লাগবেনা। তিনি বলেন আগামীকাল উপজেলার প্রতিটি গ্রামের মসজিদ থেকে জুম্মা নামাজ পর হেফাজতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হবে। সেখানে মসজিদের কোন সভাপতি সেক্রেটারী বাধা দিলে তারাও নাস্তিক হিসাবে ঘোষিত হবে। প্রশাসন বাধা দিলে তাদের নাকের ডগায় গিয়ে ভিডিও করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন।
দেশের মুসলমান আজ জেগে উঠেছে। ফুসে উঠেছে। মনে রাখবেন এই আন্দোলন আজকেই শেষ নয় আজ থেকে শুরু। মুফতি জাকারিয়া মাসুদের সঞ্চালনে এসময় বক্তব্য দেন, সিংড়া উপজেলার আহলে সুন্নাতের উপদেষ্ঠা আলহাজ মাওলানা হুসাইন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার আমির মাওলানা আব্দুস সালাম,উপজেলা ্ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী আকবর,মাওলানা শাহ জামাল রাব্বানী সহ অন্যান্য আলেম উলামাবৃন্দ। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।