সিংড়ায় ভাইস চেয়ারম্যান কামরানের সেলাই মেশিন বিতরণ

0
476
Kamran

সিংড়া (নাটোর) সংবাদদাতা নাটোরের সিংড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানের গৃহীত প্রকল্পের আওতায় এডিপির অর্থায়নে মেয়েদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরানের গৃহীত প্রকল্পে এডিপির অর্থায়নে মেয়েদের স্বাবলম্বী করার জন্য ৩০টি সেলাই মেশিন প্রাদান করা হয়েছে৷ সেলাই মেশিনে কাজ করার মাধ্যমে মেয়েদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

ভাইস চেয়ারম্যান কামরান বলেন, সিংড়া উপজেলার নারীদের আর্থিক উন্নয়নের জন্য এবং অর্থনৈতিক ভাবে তাদের স্বাবলম্বী করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহন করেছি। সিংড়া উপজেলার উন্নয়নের জন্য উপজেলা পরিষদ নিরন্তর কাজ করে যাচ্ছে এটা তারই অংশ। সেলাই মেশিন পাওয়া মেয়েরা এর মাধ্যমে কাজ করে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ইউ ডি এফ আশাফুল হাই সিদ্দিকী, উপ সহকারী প্রকৌশলী গোলাম হোসেন, উপজেলা পরিষদের সিএ মাহাবুব হাসান প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধভোগান্তি নাটোরের পথে পথে..এর শেষ কোথায় !

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে