নাটোরকন্ঠ সিংড়া: সিংড়া উপজেলার ১০ নং চৌগ্রাম ইউপির জামতলী হাটে ইলেকট্রিক শর্ট সার্কিটে তিনটি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় আগুন দেখতে পেয়ে স্থানীয় পার্শ্ববর্তী এক দোকানদার ডাক চিৎকার করিলে তারা দ্রুত চৌগ্রাম ফায়ার সার্ভিস ষ্টেশনে গতকাল রাএী ১১ঃ০০ ঘটিকায় খবর দিলে ০৫ মিনিটের মাথায় ফায়ার সার্ভিস লিডার,
মোঃ মতিউর রহমানের নেতৃত্বে সাত জন সদস্য বিশিষ্ট ফায়ারম্যান টিম আগুন দমনের জন্য প্রেরণ করিলে, তারা১১ঃ৩০ মিনিটের মধ্যে ইলেকট্রিক শর্ট সার্কিটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দোকান মালিকরা হলেন, মুদি দোকানদার
মোঃ সাইদুর রহমান( ৪৫) তার ক্ষতির পরিমাণ ২০ হাজার টাকা,
কম্পিউটার & ইলেকট্রনিক দোকানদার মোঃ সাজ্জাদ হোসেন, (২২)তার ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ ৩০হাজার টাকা এবং
ঔষধ ব্যবসায়ী মোঃ শাহাদৎ হোসেন(৪৫) তার ক্ষতির পরিমাণ 2 লক্ষ৷ ৫০ হাজার টাকা।
ঐ ব্যবসায়ীরা জানান দোকান ঘরটাই ছিল তাদের পরিবার কে বাঁচানের জন্য একমাএ সম্বল।
এই তিনটি পরিবারের আয়ের এর উৎস ছিল একমাত্র দোকানঘর সেটিও পুড়ে ছাই, তারা এখন পথে বসেছেন।
ব্যবসায়ীদের দাবি পুনরায় ব্যবসা পরিচালনা কিরতে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ও এড, জুনাইদ আহমেদ পলক ও উপজেলা নিবার্হী অফিসারের সুদৃষ্টি কামনা করছেন।
সিংড়া জামতলিতে ইলেকট্রিক শর্ট সার্কিটে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই
Advertisement