‘সেই শোকাহত সময়’
..কামরুল হাসান কামু
সেই দিন গুলোতে জলপাইপাতার বুকে-পিঠে লেপটে ছিলো পুরানো ভাইরাস,
গোপন আঁতাতে আগা মসীহ লেনে কাঁদতো রক্তে কেনা ইতিহাস।
তখনো জন্মের গন্ধে মৌ মৌ এই জমিন,
তখনো রক্তে কেনা নতুন সূর্য্যের ঋণ মিটানোর দিন।
বঙ্গবন্ধুর বুকের মাঝে তখনো পাথর ভাঙে,
কবে ফসলের মিছিল হবে এই আশা তার প্রাণে,
অথচ তখনো পাথর আসে আড়াল থেকে,
মাথার ওপর পাথর ভাঙে কূটনৈতিকেরা দেশ-বিদেশে।
কথা ছিলো ভাঙা-ভাঙা জমিনখানা
গড়তে গড়তে কথা হবে গান-কবিতায়,
কথা ছিলো গড়তে গড়তে কথা হবে মহীরুহের ছায়া-মমতায়।
অথচ ওরা—ভাঙতে চাই!
ভাঙতে ভাঙতে একদিন-
জলপাই পাতার বিদেশী ট্যাংকে ট্যাংকে কালোরাত ছুঁয়ে নিলো,
নেহেরু টুপির ভেতরে তাতিয়ে উঠলো পৈচাসিক উচ্ছ্বাস,
ক্ষমতার কালোঘোড়া ছুটলো রক্তের হোলির ওপর।
বলা হলো-
কমলালেবুর পাতার মতো সবুজ ভোরে দোয়েলের কোন গান হবেনা,
বলা হলো-
পলাশফুলের দেশে বঙ্গবন্ধুর কোনো নাম হবেনা,
বেদনার এসরাজে সেদিন বেজে উঠেছিলো রক্তে কেনা এই ঠিকানা।
এখনো পুরানো শত্রু বহাল,
এখনো চলে গোপন আঁতাত,
এই দেশ কি ভুলে থাকবে এইসব চিরকাল?