সে পথ ধুয়ে দেই -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
391
Shaheena Ronju

সে পথ ধুয়ে দেই

কবি শাহিনা খাতুন

তোমার অপেক্ষায় থাকি
তোমার যাত্রাপথ খুঁজতে পথে নেমে যাই
ঠিক কত বছর ধরে খুঁজছি জানিনা
সাতশো,আটশো বা হাজার বছর হবে হয়তো
অথচ মনে হয় এইতো সেদিন।
হ্রদয়ের ঘরগুলো পরিচ্ছন্ন করছি
তোমায় বসতে দেবো বলে।
সাদা গোলাপ তোমার পছন্দের ফুল
একটা গোপন বাগান করেছি
সেখানে অসংখ্য সাদা গোলাপ ফোটে
সাদা গোলাপ দেখে আমি বুঝে নেই
গোলাপের পাপড়ির ফাঁকে তুমি ঠিক আছো।
আমি শুধু গোলাপের সাথে জারবারা মিশাই
তোমার মনোযোগ হরণের আশায়।
বুধবারের অপেক্ষা করে থাকি
ঈদের দিনের মতো মনে হয়
অপরাহ্ন এলেই তুমি আসো
বাগানের সরু পথ দিয়ে তুমি হাটো
আমি গোপন অশ্রু দিয়ে সে পথ ধুয়ে দেই।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে জাতীয় শোক দিবস উদযাপনে প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে জখম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে