২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

0
294

স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ :  ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং গণহত্যার শিকার সকল শহীদদের আত্মার শান্তি কামনায় নিরবতা পালনের মধ্যদিয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়।

আলোচনায় বক্তাগণ ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রির পাকিস্তানি হানাদার হায়নাদের বিভিষিকাময় অপারেশন সার্চ লাইট নামে ঘুমন্ত র্নিঅস্ত্র বাঙ্গালীদের র্নিবিচারে হত্যার ঘটনা বর্ণনা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোঃ শাহরিয়াজ পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহ পিপিএম(বার) জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড সাজেদুর রহমান খান নাটোর পৌর মেয়র উমা চৌধুরী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান,জেলা জজকোর্টের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড সিরাজুল ইসলাম।
সভাপতিত্ব করেন অতিরুক্ত জেলা প্রসাশক (সার্বিক) নাদিম সারোয়ার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ফসলের সাথে এ কেমন শত্রুতা!
পরবর্তী নিবন্ধলালপুরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অসহায় মায়ের সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে