নাটোর কণ্ঠ: চার হাজার টাকা খরচ করে এক দিনের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন কিনা তার সার্টিফিকেট পেয়েছেন নাটোরের এক করোনা রোগী। নাটোর বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন এলাকার ওই ব্যক্তি চাকরি করেন বেসিক ব্যাংক এলেঙ্গা শাখায়। তিনি বাসা ভাড়া নিয়ে থাকেন নাটোর শহরের বড়গাছা এলাকায়। তবে তিনি বর্তমানে তার গ্রামের বাড়ি বড়াইগ্রামে নগর ইউনিয়নে অবস্থান করছেন।
জানা যায়, তার শরীরে কিছু উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার জন্য সিদ্ধান্ত নেন। কিন্তু সরকারিভাবে নমুনা প্রদান করার পর ফলাফল পেতে বেশি দেরি হয়, এ কারণে তিনি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা প্রদান করেন। বেসরকারি হাসপাতাল হয় সেখানে তার খরচ ধরা হয় ৪ হাজার টাকা। তবে তিনি এই চার হাজার টাকা খরচ করে এক দিনের মধ্যে রিপোর্ট পেয়ে যান। তার শরীরে করনা আক্রান্ত হওয়ার বা পজেটিভ রেজাল্ট আসে। নাটোরে মঙ্গলবারে আক্রান্ত একমাত্র রোগী তিনি।
রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় নিয়ম অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রোগীর নিজ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেন। এছাড়া রোগীর হোম আইসোলেশন ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। তবে করোনা আক্রান্ত ওই বেসিক ব্যাংক কর্মকর্তা জানান বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।