৫দিনের মধ্যে নাটোর সদর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট প্রতিষ্ঠার নির্দেশ

0
549

স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ : করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির প্রেক্ষাপটে সংশ্লিষ্ঠ রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়াতে নাটোরের সদর হাসপাতালের নির্মানাধীন ভবনে ৫ দিনের মধ্যে ৫০ শয্যার অস্থায়ী করোনা ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

একই সাথে ভবনটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারকেও নির্দেশ দেন তিনি। সোমবার দুপুরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধিন করোনা রোগীদের সার্বিক ব্যবস্থাপনার খবর নিতে গিয়ে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক। এসময় সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাসের সুচিকিৎসা যাতে নিশ্চিত হয় সেজন্য নির্মানাধীন ভবনে ৫০ শয্যার অস্থায়ী করোনা ইউনিট স্থাপনের নির্দেশনা দিয়েছি। বর্তমানে নাটোর সদর হাসপাতালে বর্তমানে ১১ জন করোনা রোগী চিকিৎসাধিন রয়েছে। বাকি ২০৩ জন নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে লকডাউন মানাতে প্রশাসনের অভিযান
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় করোনা সংক্রমণ রোধে প্রথম দিনে লকডাউন র্কাযকর করতে মাঠে প্রশাসন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে