অংক বাজার – সালেহীন বিপ্লব এর কবিতা

0
255
biplob

অংক বাজার
সালেহীন বিপ্লব

একটি মোড়
যেখানে মিলিত কয়েকটি রাস্তা
তারই একটা ভাঙ্গাচোরা
শেষ প্রান্তে মজা ডোবা
অদুরেই কুড়েঘরটি। রাত আসে চাঁদ আসে আসেনা কেবল স্বপ্ন যুবক,
যে কিনা বেনামে বিল এওয়াজ হয়েছে তসবিহ-
জায়নামাজের বদৌলতে

একটি গাছ
যেখানে মিলিত ফুল পাখি স্বপ্ন নদী কাঠুরিয়াও
যে কিনা হতে পারতো অনেক কিছুই
কিন্ত বিকিকিনির তালিম শেষে দেখা যায় কুঠারের হাতল ছাড়া কিছুই হওয়া যায়না।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধজাহিদুল মাসুদের কয়েকটি কবিতা
পরবর্তী নিবন্ধআমি তোমায় অভিশাপ দেব -হোসনেয়ারা বেগম এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে