অঙ্কনবিদ্যা
কবি বেনজির শিকদার
বরং তুমি দূরেই থাকো।
শেষচিঠি, শেষ প্রেম শেষ ভালোবাসা—
শেষকথা না-বলা ব্যথা আমি সয়ে যাই।
হাহাকারী বুক, আঁধারি অসুখ, বাঁধভাঙা সেতু, কান্নার হেতু;
ভুল কলগীতি, কল্লোল-প্রীতি, ভুল মায়াস্নানে, অনুভব প্রাণে;
নগরকোটাল হয়ে আমি বয়ে যাই!
শেষচিঠি, শেষ প্রেম শেষ ভালোবাসা—
শেষকথা না-বলা ব্যথা আমি সয়ে যাই।
বরং তুমি দূরেই থাকো।
শেষদেখা, মিছে ভালোবাসায় শেষ কাছে আসা—
ক্ষণিকের সুখ, না-বলা অসুখ, আমি মেপে যাই।
সময়ের ক্ষয়, অনুতাপ লয়, ক্ষণিক হেসে, ভুল সংশ্লেষে—
হৃদয়ের ভুল, বিরহ-ব্যাকুল, ভুল কিছু ভ্রম, অনুভব-শ্রম;
ভুল আয়োজনে আমি করে যাই।
শেষদেখা, মিছে ভালোবাসায় শেষ কাছে আসা—
ক্ষণিকের সুখ না-বলা অসুখ আমি মেপে যাই।
তুমি বরং দূরেই থাকো।
শেষস্মৃতি, না-বলা প্রীতি ভুলে যাওয়া ভাষা—
মিছেমিছি আশা, ভাব-ভালোবাসা, আমি বয়ে যাই।
প্রেম-গৌরব, ভুল-সৌরভ, ভুল কিছু আশা, তুমুল হতাশা;
ভেবেভেবে মন, শুধু অকারণ, ভুল আয়োজনে, ভুলের ভুবনে
সাজিয়ে বাসর আমি জেগে যাই।
শেষস্মৃতি, না-বলা প্রীতি ভুলে যাওয়া ভাষা—
মিছেমিছি আশা, ভাব-ভালোবাসা আমি বয়ে যাই।
তুমি বরং দূরেই থাকো।
শেষ মেলামেশা নেশাতুর ভাষা—
ক্ষীণ দুরাশা, আকুল তিয়াশা; আমি রোপে যাই।
তৃষিত আঁখি, কেমনে ঢাকি? হিয়ার মাঝে, যে গান বাজে;
বেদনাবিধুর কোন সে সুর? বাজুক প্রাণে না-হোক মানে
মহেঞ্জোদারোর মতো আমি ক্ষয়ে যাই!
শেষ মেলামেশা নেশাতুর ভাষা—
ক্ষীণ দুরাশা, আকুল তিয়াশা; আমি রোপে যাই।
বরং তুমি দূরেই থাকো দূরবনের নীরব পাখি;
আমি নিজ মনে কাছঘেঁষা রঙে তোমাকেই আঁকি!
•••অঙ্কনবিদ্যা•••
বেনজির শিকদার
মে ২০২০