অনন্ত মায়াসাহিত্যিক মাহমুদা শিরীন
আমি তো সেদিনই আমার পবিত্র ভালোবাসাকে
গলাটিপে হত্যা করেছি,
যেদিন তোমার চোখে উচ্ছৃঙ্খলতার মধুর আস্বাদন গ্রহণের
নিদারুণ ব্যস্ততা দেখেছি।
আমার চোখে কঠিন শাসনের ভয়ানক ইঙ্গিত
বুঝিয়ে তোমাকে সংযত করেছি।
তারপরও তোমার অবাধ্য চোখদুটো বারবার
যেনো স্থির হয় গলার ভাঁজে ভাঁজে।
প্রশ্ন করলাম,স্পর্শছাড়া কি ভালোবাসা হয়না ?
উত্তরে বলেছিলে,উপরে মেঘমুক্ত নীলাকাশ,ফুরফুরে বাতাস
একাকী নির্জনতা,সবুজ মাঠ, অস্তগামী সূর্যের মহিমা এজন্য দায়ী।
সমস্ত স্মৃতি ভুলে বর্তমান কাটছে বেশ ভালো।
তবে কেনো আজ সেই অতীত ভালোবাসার দাবী নিয়ে
এসে পুড়া ভাংগা হৃদয়টাকে করেছো সিক্ত।
চোখের সম্মুখে নিঃষ্পাপ ভালোবাসা জানিয়ে
সুখ স্মৃতি নাড়াচাড়া করে হৃদয় করেছো জাগ্রত।
স্মৃতির অস্পষ্টতা থেকে পুনরায় ফিরে এসে
আমার অনুভূতি গুলো হয়ে যায় উত্তাল পাতাল।
তবে কি ভেবে নিবো ভালোবাসা কখনো মরে না!!
Advertisement