অপূর্নতার পূর্ণতা
দেবাশীষ সরকার
মরু প্রান্তরে তৃষ্ণার্ত আমি, বুকের জমিনে অনন্ত পিপাসা,
ফসল ফলানো মাঠে কাঁকরের ছড়াছড়ি,
যেন শুকনো মরুদ্দ্যান পার হয়ে হেঁটে আসা ক্লান্ত পথিক,
তবু ঠোঁটে আমার ভুবনমোহিনী হাসি বিশ্বজয়ের এক প্রবল ইচ্ছা।
হেরে যাওয়া মানুষের মিছিলে আমি আজো নিজেকে খুঁজে খুঁজে হই হয়রান।
কৃত্তিম ক্রন্দন অথবা উচ্ছ্বল আনমনা হাসিতে ঢেকে রাখা মুখোশে
নিজেকে লুকাতে চাওয়ার অপরাধে আমার ফাঁসি চাই আমি নিজেই।
আমিতো শরতের আকাশের সাদা গুচ্ছ গুচ্ছ মেঘ,
ঝরে যাওয়া বৃষ্টির স্নিগ্ধতা, বনে ফুটে থাকা সুগন্ধি বনফুল আমি,
ভালোবাসার মূর্ত প্রতীক অথবা নির্মল ঝরনার ছল ছল শব্দ আমি,
প্রাপ্তির পূর্ণতায় পরিপূর্ন সফল সত্তা।
সুখের আবেশে ভেসে চলা মসৃণ পথে অনন্ত কাল ধরে……..
লালবাজার, ৩১-০৮-২০
Advertisement