অস্পষ্ট ভালোবাসা -সুরজিত সরকার‘এর কবিতা

0
676
Surajit Sarkar

অস্পষ্ট ভালোবাসা

সুরজিত সরকার

দেয়াল পার হলেই পাল্টে যায় অর্থ,
সমার্থক শব্দের ;
স্রোতে গা ভাসানোর জন্য
স্রোতের প্রয়োজন,
নইলে বাঁধা জলে ডুবতে হয়।
শেকর টেকর কিছু নেই সবই মায়া
অতীতহীন।
একটা ছক আঁকড়ে বাঁচতে গেলেও
ছক আঁকা জানতে হয়।
শ্যাওলা ধরা উঠোন,
নোনা ধরা দেয়ালে ফুটে উঠা চিত্রই
জীবন ঘনিষ্ঠ করে তোলে আমাকে।
রাজনীতি বুঝতে পড়তে শিখতে পারিনি,
শুধু পেরেছি তোমাকে পড়তে
তোমাকেই ভালোবাসতে।

Advertisement
উৎসSurajit Sarkar
পূর্ববর্তী নিবন্ধআইসোলেশনে ঈদ -মৃত্তিকার কাছে লেখা, বনশ্রী বড়ুয়া’র চিঠি
পরবর্তী নিবন্ধসাহসী সাংবাদিক ডেনী দ্রংয়ের রোগমুক্তি কামনা করলেন জাতীয় আদিবাসী পরিষদ নেতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে