“আঁকবুকি অন‍্যমনে”- শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়ালের কবিতা

0
561
কবি-এনকে

আঁকবুকি অন‍্যমনে
শর্মিষ্ঠা চ্যাটার্জী বড়াল

কাঁচলা রঙা ঐ দুচোখে
একশরঙা জোয়ার আসে,
সাঁঝবাতিটার দিন ফুরোলে,
না জানি কোন স্বপ্ন ভাসে।।

এলোমেলো কালো ঢেউয়ের
একরোখা ঐ গুমোর দেখে,
মুখ ঢেকে নেয় পদ্মাবতী,
পানসি দোলায় অলীক সুখে।।

কুয়াশ- বোনা ওড়না ঢেকে
মেঘপাহাড়ী আদর মাখে,
আবছায়া রোদ কল্কা জড়ায়
পাইন সারির ফাঁকে ফাঁকে।।

বুকের ভীতর উথাল পাথাল
সপ্তমী চাঁদ মুচকি হাসে,
মান করেছে মেঘ-কিশোরী,
নীলকাজলে সাজতে বসে।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“শরীরপুরাণ “- সুবর্ণা গোস্বামী’র কবিতা
পরবর্তী নিবন্ধ“না-লেখা চিঠি, তোমাকে” – মাসউদ আহমাদ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে