আঁধারেই বসতি -কবি কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা

0
195
কাজী জুবেরী মোস্তাক

আঁধারেই বসতি

কবি কাজী জুবেরী মোস্তাক

লেখার অনেক কিছু থাকলেও
সবখানে কিন্তু লেখা যায় না।
অনেক কিছু বোঝার থাকলেও
সবাই কিন্তু সব বুঝতে পারেনা।
অন্ধকার অতঃপর সেখানে হতাশা
আবার আলো থাকলেই কিন্তু আশা ।
উড়ার জন্যই আকাশটা যথেষ্ট হলেও
পা বাড়ানোর জন্য মাটির মাটির বিকল্প নেই।
কিছু অর্জন করতে চাইলে অনেক গন্তব্য আছে
তবে গন্তব্যে পৌঁছানোর জন্য পথেরও প্রয়োজন আছে।
জীবনকে খুব বুঝতে ইচ্ছে করে
কিন্তু জীবনকে বুঝতে গেলে বিভ্রান্ত হয়ে যাই।
মাঝে মাঝে তোমাকে কাছে পেতে
ইচ্ছে করলেও তুমি কিন্তু অন্ধকারেই থেকে যাও।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর থেকে ঢাকা ভাড়া বৃদ্ধি ১০০ টাকা
পরবর্তী নিবন্ধকূহক -কবি এম আসলাম লিটন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে