আজও নাটোরের বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযান , মোবাইল কোর্ট

0
282

 স্টাফ রিপোর্টার নাটোরকণ্ঠ : আজ ছুটির দিন শুক্রবারে ও জেলার বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। অভিযানের সময় বিভিন্ন অনিয়মের মোবাইল কোর্ট বসে সাজা প্রদান করা হয়।

নাটোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, রমজান এবং লকডাউনে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে আজ নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ নাদিম সারওয়ার নগরীর স্টেশন বাজার পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর এবং জেলা বাজার মনিটরিং কর্মকর্তা, নাটোর। পরিদর্শনকালে তিনি ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে সার্বিক বাজার পরিস্থিতি যাচাই করেন এবং কেউ যেন অসাধু উপায়ে দ্রব্য মূল্য বৃদ্ধি করতে না পারে সে বিষয়ে সকলকে নির্দেশনা প্রদান করেন।

এছাড়া চলমান লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্য বিধি প্রতিপালনের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জুয়েল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আজ বিভিন্ন অপরাধে ৫ জনকে ৩৭০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে মদসহ মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে ধানকাটা শ্রমিকদের সুরক্ষা সামগ্রী বিতরণ ডিসির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে