আজো নাটোর পৌরসভার ১, ৪ ও ৭ নং ওয়ার্ডের খাদ্য সহায়তা বিতরণ

0
388
Raja

নাটোরকন্ঠ: ৯ম ধাপে ১নং,৪ নং ও ৭ নং ওয়ার্ডে  খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার  পৌরসভা প্রাঙ্গণে খাদ্য সহায়তার উপকরণগুলি ত্রাণ কমিটির হাতে তুলে দেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। ৩ টি ওয়ার্ডের ৩০০টি অসচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খাদ্য উপহার পৌঁছে দেওয়া হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করতেই নিরাপদ দূরত্ব বজায় রাখার স্বার্থে প্রতিনিধিদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

পক্ষে গ্রহণ করলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ কমিটির সদস্য সেন্টু এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মলয় রায় । ৪নং ওয়ার্ড পক্ষে গ্রহণ করলেন ৪.৫.৬নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজা।আর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।

এসময় মেয়র বলেন বর্তমানে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে আমরা সংক্রমনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। তাই করোনা ভাইরাস কে অবহেলা না করে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজেকে সুরক্ষিত রাখুন অপরকেও সুরক্ষিত রাখুন

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষনচেষ্টা, আটক ১
পরবর্তী নিবন্ধদেশীয় মাছ রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে-ডাঃসিদ্দিকুর রহমান পাটোয়ারী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে