আঞ্চলিক স্কাউটস এর সম্পাদক (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলাম আর নেই

0
299
Dehocjib

রাজশাহী আঞ্চলিক স্কাউটস এর সম্পাদক (অতিরিক্ত সচিব) আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সকাল ৯ টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী আঞ্চলিক স্কাউটস এর সম্পাদক ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) আমিনুল ইসলাম মারা যান,করনো ধরা পড়ার পর গত দুই দিন আগে বগুড়া থেকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। আমিনুল ইসলাম পাবনা জেলার ঈশ্বরদীতে জন্ম গ্রহণ করেন।

৮ম বিসিএস ১৯৮৬ প্রশাসন ক্যাডারে, ১৯৮৯ এর ডিসেম্বরে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন,রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, বগুড়া ও সিরাজগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।মৃত্যু অবধি তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।তিনি সদ্য সরকারের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন ,বিশেষ করে রাজশাহী আঞ্চলিক স্কাউটস এর সম্পাদক হিসেবে স্কাউটিং এর উন্নয়ন এ দীর্ঘ দিন হলো কাজ করে আসছিলেন।তিনি সিএনসি এ্যাওয়ার্ড অর্জন করেন

।তিনি এবার বাংলাদেশ স্কাউটস এর রৌপ্র ইলিশের জন্য আবেদন করেছিলেন।মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তাঁর দুই ছেলে বড় ছেলে রাজশাহী মেডিকেল কলেজে অধ্যায়নরত,এবং ছোট ছেলে কলেজের ভর্তি প্রক্রিয়াধীন।তাঁর স্ত্রী মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত।তাঁর এই অকালে প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে স্কাউটিং ও সরকারি কর্মকর্তাদের অঙ্গনে।তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে স্কাউটিং অঙ্গনে ও সিভিল ডিফেন্সে।তাঁর দাফন করা হবে জন্মভূমি পাবনাতে।সবাই তাঁর রুহের মাগফেরাত কামনা করছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপরের বউ – তন্ময় ইমরানের গল্প (প্রাপ্তবয়স্কদের জন্য)
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে