নাটোরকন্ঠ: ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ‘এবং উমিয়াম’ নামে একটি নতুন সাপ্তাহিক গল্প পত্রিকার আত্মপ্রকাশ হল। ত্রিপুরার তরুণ সাহিত্যিক রাজেশ চন্দ্র দেবনাথ পত্রিকাটি সম্পাদনা করছেন। ২৩ মে পত্রিকাটির মুদ্রণ ও অনলাইন এই দুই মাধ্যমেই একসাথে আত্মপ্রকাশ ঘটল। পত্রিকাটির প্রথম সংখ্যায় লিখেছেন সানি সরকার,মোহাম্মদ জসিম,শর্মিলা দত্ত,তমা বর্মণ । ‘এবং উমিয়াম’ এর প্রথম সংখ্যা প্রকাশের সাথে সাথে পাঠক মহলে বেশ সাড়া পড়েছে। উল্লেখ্য, এই তরুণ সাহিত্যিক ‘দৈনিক বজ্রকণ্ঠ’ নামে একটি দৈনিক কবিতা পত্রিকা দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছেন।আজ পত্রিকাটির ৮৫১ তম সংখ্যা প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরে বিশ্ব সাহিত্যের ইতিহাসে শুধু কবিতা বিষয়ক কোন পত্রিকা প্রকাশের আর দৃষ্টান্ত নেই।
Advertisement