আত্মপ্রকাশ হল সাপ্তাহিক গল্প পত্রিকা ‘এবং উমিয়াম’

0
809
umiam

নাটোরকন্ঠ: ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ‘এবং উমিয়াম’ নামে একটি নতুন সাপ্তাহিক গল্প পত্রিকার আত্মপ্রকাশ হল। ত্রিপুরার তরুণ সাহিত্যিক রাজেশ চন্দ্র দেবনাথ পত্রিকাটি সম্পাদনা করছেন। ২৩ মে পত্রিকাটির মুদ্রণ ও অনলাইন এই দুই মাধ্যমেই একসাথে আত্মপ্রকাশ ঘটল। পত্রিকাটির প্রথম সংখ্যায় লিখেছেন সানি সরকার,মোহাম্মদ জসিম,শর্মিলা দত্ত,তমা বর্মণ । ‘এবং উমিয়াম’ এর প্রথম সংখ্যা প্রকাশের সাথে সাথে পাঠক মহলে বেশ সাড়া পড়েছে। উল্লেখ্য, এই তরুণ সাহিত্যিক ‘দৈনিক বজ্রকণ্ঠ’ নামে একটি দৈনিক কবিতা পত্রিকা দীর্ঘদিন ধরে প্রকাশ করে আসছেন।আজ পত্রিকাটির ৮৫১ তম সংখ্যা প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরে বিশ্ব সাহিত্যের ইতিহাসে শুধু কবিতা বিষয়ক কোন পত্রিকা প্রকাশের আর দৃষ্টান্ত নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচাঁদরাতে অসহায় মানুষের বাসায় খাদ্যসামগ্রী উপহার নিয়ে ছুটে গেলেন সাংবাদিক নাসিম
পরবর্তী নিবন্ধজয়কালী বাড়িতে ভক্ত আগমন নিষিদ্ধ! ২৪ ঘন্টার জন্য হরিবাসর শুরু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে