আদৃত আদল আলিঙ্গনে
কবি মুতাকাব্বির মাসুদ
আমি বুকের ভেতর যতনে রেখেছি সেই মুখ
বন্ধুর আদলে।
আমি পোড়ে পোড়ে মরে যাবো
তবুও তোমাকে দেবো না পুড়িতে।
ক্ষিতির মৃত্তিকা বুকে দুখের অনলে পোড়া
দগ্ধিত চোখ!
কষ্টের নহর ক্ষরিত হয় দক্ষিণাচলে
অতুল সৌরভে-তোমারই আদুরী মুখ
উন্নিদ্র শিথানে!
তোমারই আদুড়ে শরীর নহলী বিভায় ভেসে ওঠে
পদ্য হয়ে আদিম গদ্যের পাতায়।
আমি আজও সে ছবি আঁকি
মল্লিকার দুরারোগ্য মসলিন শরীরে!
পোড়া রোদের পোড়া চোখ
বুকের ভেতর পোড়া ইটের পোড়া পাঁজর
আজও পুড়ে নিঃসঙ্গ নিস্যন্দিত একেলা নিশুতির
বিবর্ণ আঁধারে।
আমি পুড়ি ক্রমাগত তোমারই মুখের
আদৃত আদল আলিঙ্গনে!
২০-০৮-২০২০
Advertisement