আন্দোলনের চতুর্থ দিনে কালেক্টরেট সহকারি কর্মচারীরা

0
283

আন্দোলনের চতুর্থ দিনে কালেক্টরেট সহকারি কর্মচারীরা

স্টাফ রিপোর্টার, নাটোর:
বাংলাদেশ কালেক্টরেট সহকারী কর্মচারীরা চতুর্থ দিন পার করছে আন্দোলনে। তাদের দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে চলতি নভেম্বর মাসের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এ আন্দোলন ৩০ তারিখ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দরা। এসময় তারা অবস্থান ধর্মঘট কলম বিরতি সহ নানা ধরনের কর্মসূচি পালন করছে। ফলে আবারও ভোগান্তিতে সাধারণ সেবা গ্রহীতারা।
এদিকে কালেক্টরেট সহকারী সমিতির নেতৃবৃন্দরা জানান, আমাদের বৈধ দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বারবার। ফলশ্রুতিতে অনিচ্ছাসত্ত্বেও জনভোগান্তি হচ্ছে জেনেও আমাদের পেট ও পরিবারের নিশ্চয়তার জন্য আন্দোলন করতে হচ্ছে। এ ছাড়া আমাদের আর কোন উপায় নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে দুই ছিনতাইকারীকে ধরে পুলিশে দিলেন এনজিও ব্র্যাক কর্মী বীণা
পরবর্তী নিবন্ধনাটোরের বিচারকের বিরুদ্ধে নানা অভিযোগ আদালত বর্জন আইনজীবীদের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে