আব্দুল লতিফ‘এর একগুচ্ছ ছড়া

0
212
Abdul Latif

অপূর্ব বিবেচনা

তিন বোনেতে একটা ঘরে
উপাসনা করে,
হঠাৎ একটা বিড়াল এসে
ঢুকলো সেই ঘরে।
ছোট বোনটা বলে,-‘দিদি
বেড়ালটা দেখ কেমন’,
মেজ বলে,-‘চুপ,এখন
কথা বলা বারন’।
বড় বলে,-‘এ সময়ে বলিস
কী সব যা তা,
চুপ রয়েছি,তাইতো আমি
বলছি নাকো কথা’।

বুদ্ধিমান চোর

নলহাটিতে চোর পড়ল ধরা,
সঙ্গে ছিল ভোটার কার্ড,
—সেটা জেরক্স করা।
লোকে শুধোয়,‘ভোটার কার্ড’-
সঙ্গে রাখ কেন’?
—‘ছেলে ধরা বলে আমায়
ভুল করে না যেন।
অনু প্রবেশকারী বলেও
যদি আমায় ধরে,
হয়তো বেঁচে যাব আমি
ভোটার কার্ডের জোরে’।

সর্ষে ফুল

ও পাড়ার ইয়াসিন মোল্লা,
অঙ্কেতে পেয়েছিল গোল্লা।
কোন মতে নয় সে নগন্য,
কেবল ভূগোলে পায় শূন্য।
এর পর শুনবে কী আরো?
ইতিহাসে বাঁধা তার জিরো।
বিজ্ঞানে বৃথা মোর বলা,
সেথা জোটে শুধু কাঁচকলা।
ইংরেজী ফোটায় যে হুল,
চোখেতে হলুদ সর্ষে ফুল।

০১-০৯-২০
শ্রীরামপুর, মুরারই, বীরভূম (পঃবঃ) ভারত

Advertisement
উৎসAbdul Latif
পূর্ববর্তী নিবন্ধনাটোরে এমপি বকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আওয়ামীলীগ নেতৃবৃন্দের
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় মাছের পোনা অবমুক্তকরণ,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে