আমাদের রাস্তা -কবি জাকির হোসেন‘এর কবিতা

0
507
Jakir Hossain

আমাদের রাস্তা

কবি জাকির হোসেন

আমাদের ছোটো রোডই চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার কাদা জল থাকে।
পার হয়ে যায় মানুষ, পার হয় গাড়ি,
দুই ধারে উঁচু উঁচু, সাদা সাদা বাড়ি।
চিন চিন করে ব্যাথা, উপাই নাই দাদা,
লুটে পুটে খাবে ওরা, আমরা সবাই গাধা।
চিনি মুখে বলে কথা, অন্তরেতে রাগ,
রাস্তার বাজেট আগেই, করে তারা ভাগ।
আর পারে না ফেড়ৎ দিতে, তাল বাহানা চলে,
গাঁয়ের মানুষ অসহায়, এই করোনা কালে।
ধীরে ধীরে বাড়ছে অসুখ, চিকিৎসা নেই বলে,
টাকা দিলেই করোনার সার্টিফিকেট মিলে।
স’চোখ্খেই অপরাধ করে, খবর পায় পরে
বড় চোর ছাড়িয়া তাঁরা ছোটো চোর ধরে।
বাল্যবিয়ে, ধর্ষন-খুন ঘটে মাঝে মাঝে
তিন সদস্যের তদন্ত, লাগে নাতো কাজে।
আজাইরা বদলার নামে, কথা বড় বড়
টাকা খেয়ে বসে থাকে, কাঁপে থরো থরো।
মহামারিতে, অসাধুদের ব্যাবসা জেগে ওঠে,
ঘোল খাইয়ে ছাড়ছে মোদের, লাথি মারছে পেটে।
দুর্ণীতিতে পাক্কা সাপোর্ট দিচ্ছি কিন্তু আমরা,
সুস্থ দেশ চাই, দুর্ণীতিদের করো দেশ ছাড়া।।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদলে আজকের বাস্তবতার প্রতিবাদী একটি প্যারোডি কবিতা

Advertisement
উৎসJakir Hossain
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় রানা প্রকাশনী-প্রন্থাগারের আয়োজনে সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধকরোনামুক্ত নাটোরের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ‘পিপলু’ কে ফুলেল শুভেচ্ছা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে