ছড়া : আমার ভূবন
ছড়াকার : মোহাম্মদ আলী রনজু
আমি আঁধার, আঁধার খেলি
আঁধারে করি বসবাস….
আলোর মাঝে থেকে তুমি
কর যত উপহাস….
আঁধার আমার সঙ্গী সাথী
আঁধার আমার কর্নধার…
আঁধার সেতো একই বর্নের
নাই ছলনার বর্নতার….
তুমি থাক রঙ্গীন আলোয়
হরেক রকম কল্পনায়…
প্রিজম আলোয় রামধনুতে
নাচছো নিছক ছলনায়….
আমার আঁধার শান্ত ভূবন
স্তব্ধ আকাশ নীলিমায়..
থাকনা পরে আমার ভূবন
আলো ছাড়া মহিমায়……
Advertisement