আমি কেমন আছি
সজিবুল ইসলাম পান্না
আমি কেমন আছি?
বারি বিনে চাতক যেমন থাকে
আমি ঠিক তেমনি আছি।
আবার
প্রখর রোদে ছায়া বিনে একজন
পথিক যেমন থাকে
আমি ঠিক তেমন আছি।
হ্যা, আমি কেমন আছি?
জল বিনে নদী যেমন থাকে
আমি ঠিক তেমনই আছি।
হ্যা, আমি আছি তো!
ঐযে, জল বিনে বৃক্ষ যেমন থাকে
আমি ঠিক তেমনই আছি।
আবার,
আহার বিনে জীবের যে দশা হয়,
আমি ঠিক তেমনি আছি।
এর পরেও কি বলবেন আমি কেমন আছি?
তবে শুনুন,
পিতা মাতার স্নেহ বিনে
সন্তান যেমন থাকে,
আমি ঠিক তেমনি আছি।
আছি, এইতো এতো কিছুর মধ্যে দিয়ে
আমি বেশ ভালই আছি।
Advertisement