আম্মুর ঘামের মতো পবিত্র -কবি রিয়াদ হোসেন রাজু‘এর কবিতা

0
583
Riyad Hossain Razu

আম্মুর ঘামের মতো পবিত্র

কবি রিয়াদ হোসেন রাজু

শহরের বুকে নিয়ন আলোয়,
প্রেমিক – প্রেমিকার মাখামাখি আর দেখি না।
তারা কতবার যে বলেছে ভালোবাসি
তার কোন ইয়ত্তা নেই।
অথচ আজ তাদের দেখি না।
না পাশাপাশি,না চোখাচোখি।

তারা কেমন আছে খু্ব করে জানতে ইচ্ছে হয়।
জানব বা কি করে?
দেশের এই ক্রান্তিকালে কে রাখে কার খবর?
তবুও অবুঝ মনে অনেকের খবর জানতে চায়।
সুমন ভাইকে দেখি না অনেকদিন।
আর কি হবে দেখা?
জানি না।

জানি না আমার বোনের সাথে শেষ দেখা হবে কিনা।
সুমনাকে না দেখে মরলে যে,
আমি কবরেও শান্তি পাব না।
আম্মুর ঘর্মাক্ত চেহারাখানা উঁকি দেয় বারবার।
আমি চাই, আম্মুর ঘামের মতো পবিত্র হয়ে উঠুক ভুবন।
আব্বুকে কতদিন দেখি না, আহা।
জীবন বুঝি সরলরৈখিক নয়।

অদৃশ্য শক্তির কাছে আজ আমরা নতজানু ।
খোদা তাঁর শক্তির বলয় দেখাচ্ছে।
অরণ্য কি এবার খোদাকে মানবে?

দ্রষ্টব্য : অরণ্য একজন নাস্তিক কবির নাম।

০১,০৪,২০২০
টিসিসিএল, সোনারগাঁ

Advertisement
উৎসRiyad Hossain Razu
পূর্ববর্তী নিবন্ধনাটোর সদর ইউএনও জাহাঙ্গীর আলম করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে বৃক্ষরোপন কর্মসূচী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে