আলোর পথ
ফাহমিদা ইয়াসমিন
আঁধারে গ্রাস করলো যখন
এই ধরা
মানুষে মানুষে হানাহানি
ভরে গেলো দিন রজনী
তখনি তুমি এলে
বেদনার নীলে ফুটালে
আলোকিত ভোর,
দলে দলে মানবতা গাইলো
সত্যের গান
ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওসাল্লাম।
নারীকে দিলে শ্রেষ্ঠ মর্যাদা
মদ জুয়া সুদ ঘোষ করলে হারাম,
হাদীস কুরান পেলো জিন ইনসান
ইয়া রাসুল সাঃ।
কত যাতনা সয়েছো উম্মতের তরে
কাঁদিছো এখনো তুমি,
তোমারি কারনে ধনে মানে ভরেছে
আরবের মরুভূমি।
মানুষের তরে খুলে দিলে
ক্ষমা ও ভালোবাসার সম্মান,
আমার সালাম লওগো নবী
ইয়া রাসুল সাঃ।
Advertisement