আলোর পথ -যুক্তরাজ্য লন্ডন প্রবাসী, কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

0
629
Fahmida Yasmin

আলোর পথ

ফাহমিদা ইয়াসমিন

আঁধারে গ্রাস করলো যখন
এই ধরা
মানুষে মানুষে হানাহানি
ভরে গেলো দিন রজনী
তখনি তুমি এলে
বেদনার নীলে ফুটালে
আলোকিত ভোর,
দলে দলে মানবতা গাইলো
সত্যের গান
ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওসাল্লাম।
নারীকে দিলে শ্রেষ্ঠ মর্যাদা
মদ জুয়া সুদ ঘোষ করলে হারাম,
হাদীস কুরান পেলো জিন ইনসান
ইয়া রাসুল সাঃ।
কত যাতনা সয়েছো উম্মতের তরে
কাঁদিছো এখনো তুমি,
তোমারি কারনে ধনে মানে ভরেছে
আরবের মরুভূমি।
মানুষের তরে খুলে দিলে
ক্ষমা ও ভালোবাসার সম্মান,
আমার সালাম লওগো নবী
ইয়া রাসুল সাঃ।

Advertisement
উৎসFahmida Yasmin
পূর্ববর্তী নিবন্ধঅচেনা আমি -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাকে সাময়িক বহিস্কার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে